Menu
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে দুর্ভোগ। নষ্ট হয়েছে সবজির খেত। এতে দামের প্রভাব পড়েছে বাজারে। বুধবার থেকে পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ। পর্যাপ্ত ত্রাণসামগ্রী না পেয়ে ক্ষোভ জানালেও প্রশাসনের দাবি সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের।
টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরের নদনদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় শতাধিক গ্রাম। বৃষ্টি না থাকায় এখন কমতে শুরু করেছে বন্যার পানি। কিন্তু এদিকে পানি কমলেও মানুষের দুর্ভোগ বাড়ছে। দেখা দিচ্ছে নানা রোগবালাই।
ফুলপুরে পানিবন্দি মোবারক শেখ জানান, বন্যার পর থেকে এখনও পানিবন্দি হয়ে আছেন। পানি বেড়েছিল হু হু করে, আর কমছে ধীর গতিতে। পানিতে থাকায় হাত পায়ে চুলকানি দেখা দিয়েছে। পরিবারের কয়েকজনের ডায়রিয়াও দেখা দিয়েছে।
বন্যার পানিতে আটকে থাকা বিধান রায় জানান, এখানে বাড়ি করে দীর্ঘদিন বসবাস করছি। কখনও এখানে পানি উঠে নাই। এবার পানি ঘরে ডুকে গেছে।
বন্যা পানি কমে যাওয়ার পর দেখা দিয়েছে ভাঙ্গা রাস্তাঘাট, তলিয়ে গেছে ফসলের জমি, মাছের খামার। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বাজারে সবজি না আসায় বিক্রি হয়েছে চড়া দামে সবজি। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে সাত লাখ টাকা ৬৩ মেট্রিক টন চাল, দুই হাজার শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT