• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ০৩:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান মিজু (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মিজু শিমুলতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে মিজু নেশাগ্রস্ত অবস্থায় ওই এলাকার মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে স্থানীয়রা মিজুকে ধরে পিটুনি দেন।

 

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় মিজুকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ হোসেন ও হারুনুর রশিদকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরহাদ আলী সুইট বলেন, মিজুর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া আঘাতে তার দুই পা ভেঙে যায়। অনেক মানুষের মারধরে তার মৃত্যু হয়ে বলে ধারণা করছি।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে মিজু। পুলিশ ও গ্রাম পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয় একটি মসজিদের ইমামকে ছুরিকাঘাত করার জন্য মানুষ তাকে পিটিয়ে মেরেছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, মিজু দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তার ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় স্থানীয় মাদকবিরোধী কমিটির ওপর ক্ষুব্ধ হন তিনি। ওই মাদকবিরোধী কমিটিতে সদস্য ছিলেন মোহাম্মদ হোসেন। এ কারণেই মোহাম্মদ হোসেনের ওপর হামলা করে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসএস

Wordbridge School
Link copied!