• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৫ জন আটক


সিলেট প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ০৪:০১ পিএম
সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৫ জন আটক

সিলেট: সিলেটে ৩৬৪ বস্তা ভারতীয় চিনিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) পৃথক দুটি অভিযানে এগুলো আটক করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২১ হাজার ৪০০ টাকা।

পুলিশ জানায়, বুধবার সকালে সিলেট-এয়ারপোর্ট সড়কে গোয়াইনঘাট উপজেলা থেকে সিলেটের উদ্দেশ্য একটি ট্রাক আসে। সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই ট্রাকে ১০৯ বস্তা ভারতীয় চিনি (৫ হাজার ২৩২কেজি) উদ্ধার করে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা। এসময় ওই ট্রাকের চালকসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার টেকনাগুলের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহান মিয়ার ছেলে হৃদয় আহমেদ (২১), হবিগঞ্জের নবীগঞ্জের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)।

এদিকে বুধবার রাতে শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেইট এলাকায় বটেশ্বর এলাকা থেকে একটি ট্রাক নগরের দিকে আসে। এর আগে খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ সেখানে টহল বসায়। তখন গাড়িটি আসলে সেটিকে সিগনাল দিলে গাড়ীর ড্রাইভার ট্রাকটি থামায়। তখন পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ীর চালক তার গাড়ীতে ভারতীয় চিনি আছে বলে জানায়। তখন পুলিশ ট্রাকটির ড্রাইভার ও সহকারীকে অবৈধভাবে ভারতীয় চিনি পরিবহন করার কারণে আটক করে। ট্রাকটিতে তল্লাশি করে প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ২৩৭ ব্স্তা ভারতীয় চিনি আটক করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে ১১ হাজার ৬১৩ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৩ হাজার ৫৬০ টাকা।

এই ঘটনায় আটককৃতরা হলেন- ট্রাকটির চালক দিনাজপুরের বীরগঞ্জের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মাসুদ মিয়া (৪৪) ও ট্রাকটির সহকারী মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মোকারম হোসেন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত চিনি এবং পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকগুলো পুলিশ জব্দ করেছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট ও শাহপরাণ (র.) থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্তকরণ অব্যাহত আছে।

এসএস

Wordbridge School
Link copied!