সিলেট: ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর দেশে ফেরার পথে নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়ার মো. এরশাদ হোসেনের ছেলে মো. জহির উদ্দীন (২৯),মো. জহির উদ্দীনের স্ত্রী মোছা. আফরোজা সুলতানা (২২), মোঃ আবুল কাসেমের ছেলে মো. রাকিবুল ইসলাম(১৮), পটুয়াখালীর রাঙ্গাবালীর মোঃ দাদন সিকদারের ছেলে মো. মিরাজ (২৭)।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরের রানীরঘাট এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় সেখানে টহলরত বিজিবি তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ৬ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিল।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, তাদেরকে আটক করে বিজিবি বুধবার রাতেই থানায় হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএস