• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সুনামগঞ্জে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেলসহ ট্রাক আটক


সুনামগঞ্জ প্রতিনিধি   অক্টোবর ১১, ২০২৪, ০৪:৫২ পিএম
সুনামগঞ্জে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেলসহ ট্রাক আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জে অভিযান পরিচালনা করে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেলসহ ১ টি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ অক্টোবর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে এগুলো আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানায়, শুক্রবার সকালে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে কিরনপাড়া নামক স্থান থেকে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল এবং ১টি ট্রাক আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আপেল এর এই বড় চালানটি জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!