• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুমিল্লায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা 


কুমিল্লা প্রতিনিধি অক্টোবর ১২, ২০২৪, ১১:২৫ এএম
কুমিল্লায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা 

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় এবং পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা পূজা মন্ডপগুলো পরিদর্শনে বের হয়।

এ সময় তারা কুমিল্লার নানুয়া দিঘীরপাড়, রাজেশ্বরী কালী মন্দির সহ প্রায় পাঁচ থেকে ছয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যতগুলো পূজা মণ্ডপ আছে সবগুলোতে আমাদের প্রতিনিধি দিয়েছি। প্রায় কুমিল্লা মহানগরে ২৮০ জন পূজা মন্ডপে কাজ করছে। আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি এই সম্প্রীতি যেন কখনো যেন কেউ যেন বিনষ্ট না করতে পারে সেদিকে আমরা সোচ্চারভাবে আমরা সজাগ আছি।

এসআই

Wordbridge School
Link copied!