• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ১৩, ২০২৪, ০২:৫৮ পিএম
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

খাদিজা আহমেদ জামতলী বাজার এলাকার মো. রাসেল মিয়ার মেয়ে। 

খাদিজার বাবা মো. রাসেল মিয়া বলেন, আমার ৫ মেয়ের মধ্যে খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। 

এসএস

Wordbridge School
Link copied!