• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বরিশালে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান


বরিশাল প্রতিনিধি অক্টোবর ১৩, ২০২৪, ০৩:৪৫ পিএম
বরিশালে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান

বরিশাল: বরিশালে প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি সহ আরও অনেকে। র‍্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে যৌথভাবে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশের প্রজনন সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখার মাধ্যমে আমরা এই মূল্যবান সম্পদকে সংরক্ষণ করতে পারি। সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে কাজ করলে ইলিশ সম্পদ উন্নয়ন সম্ভব হবে এবং ভবিষ্যত প্রজন্ম এর সুফল পাবে।

উল্লেখ্য, আজ ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযানে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং সংরক্ষণ নিষিদ্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক।

এসএস

Wordbridge School
Link copied!