• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পোশাক শিল্পকে অস্থিতিশীল করার অভিযোগ, গ্রেপ্তার ১৬


সাভার (ঢাকা) প্রতিনিধি অক্টোবর ১৩, ২০২৪, ০৪:১৪ পিএম
পোশাক শিল্পকে অস্থিতিশীল করার অভিযোগ, গ্রেপ্তার ১৬

ঢাকা: সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে বেশ কিছু দিন ধরে পোশাক কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

শনিবার (১২ অক্টোবর) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুর্বৃত্তরা শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর, শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা করে আসছিল। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা করা সহ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সাথে জড়িত। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!