নেত্রকোনা: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি কমার সাথে সাথে দেখা দিচ্ছে চরম ভোগান্তি। কৃষি, মৎস সহ নানা খাতে ক্ষয়ক্ষতির শিকার বানবাসী মানুষ। তাই বিভিন্ন সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।
আজ রোববার (১৩ অক্টোবর) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন ঘাগড়া, নাটোরকোণা ও জারিয়ায় প্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের সহযোগিতায় ছয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজী আবুল বাসার, বজলুর রশিদ খান ইফেল, মোস্তফা কামাল, তৌহিদুল কবীর রাছেল, রেজাউল করিম লেলিন, আতাউর রহমান তালুকদার, মানিক মিয়া, মতি আকন্দ, হিরা আকন্দ, অমল চন্দ্র দশ, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম, লাল চানসহ অন্যান্যরা।
খাদ্য সহায়তা হিসেবে পাঁচ কেজি করে চাল, এক কেজি মশুর ডাল ও এক লিটার করে ভোজ্য তেল বিতরণ করা হয়।
এসএস