• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

পাবনা জেলার ১৯৬ তম জন্মদিন উপলক্ষ্যে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা


পাবনা প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৪, ০৯:১৫ পিএম
পাবনা জেলার ১৯৬ তম জন্মদিন উপলক্ষ্যে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা

পাবনা: শিল্প সাহিত্য সংস্কৃতির লীলাভূমি পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে “ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়” শীর্ষক কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাবনা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।

অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ও সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মান্নান ভূইয়া।

জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ জানান, গ্রাফিতি প্রতিযোগিতার তিনটি বিভাগে পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। আগামী ১৬ অক্টোবর পাবনা জেলার জন্মদিন অনুষ্ঠানে বিজয়ী তিন বিভাগের তিনজন সহ অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!