• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

কুয়াকাটায় একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন প্রসূতি


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৪, ০৯:২৩ পিএম
কুয়াকাটায় একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

পটুয়াখালী: কুয়াকাটায় মায়ের কোল আলো করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তিন নবজাতক। পটুয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা নামের এক নারী। মা ও সন্তান সুস্থ আছে বলে জানিয়েছে স্বামী।  রোববার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পটুয়াখালীর হেভেন কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন ফারজানা। তিনি কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম তুলাতলী গ্রামের মোটরসাইকেল চালক রবিউল ইসলামের স্ত্রী।

জানা যায়, ২০২০ সালের শেষের দিকে রবিউল ইসলামের সাথে একই এলাকার তুলাতলী গ্রামের আলমগীর বিশ্বাসের মেয়ে ফারজানার সঙ্গে বিয়ে হয়।

রবিউল বলেন, ফারজানা অন্তঃসত্ত্বা হলে মহিপুর কেয়ার মডেল হাসপাতালে ডাঃ অর্পিতা রায় আলট্রাসনোগ্রাম করেন। এরপরে জানতে পারেন গর্ভে তিনটি সন্তান রয়েছে। মোটরসাইকেলে রাইড শেয়ার করে সামান্য আয় দিয়ে কোন মতে টেনেটুনে সংসার চালাই। তারপরও কিস্তি ও ধার দেনা করে স্ত্রীর অস্ত্রোপচারের করেছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সোমবার (১৪ অক্টোবর) এই নবজাতকের রাহাদ, ফাহাদ,ও ফারিয়া নামে তাদের নামকরণ করা হয়েছে এরপরই এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। শিশুদের আইসিইউ তে রাখা হয়েছে। তবে তিন সন্তান ও মা ভালো আছেন।

ডাঃ রুজিনা আক্তার বিথী জানান, গতকাল রাতে ফারজানা নামের এক প্রসূতির সিজারের মাধ্যমে একসঙ্গে জমজ তিন সন্তানের জন্ম দেন। দুটি ছেলে একটি মেয়ে, বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছে।

এসএস

Wordbridge School
Link copied!