খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এক বাবুর্চিকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) ওই এলাকায় মৃত বদন ত্রিপুরার সন্তান। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন। স্বর্ন কুমার ত্রিপুরার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে পোমাং পাড়া এলাকায় সম্মিলিত পাহারা দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় স্বর্ণ। রাত ২টার দিকে গুলির শব্দ শোনা যায়। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে রাস্তার উপর মরদেহ পড়ে থাকতে দেখে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, স্থানীয়রা আমাদেরকে জানায় গভীর রাতে একটা গুলির শব্দ পেয়েছে। এরপর ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। খবর দেওয়ার পর সকালে গিয়ে আমরা নিহত স্বর্ন কুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি কোন আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
ওসি আরও জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুরতহাল রির্পোট শেষ করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠাব। নিহতের সন্তান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এসএস