• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি রপ্তানি শুরু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৪, ০২:৫৮ পিএম
টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি রপ্তানি শুরু

দিনাজপুর: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে পাইকাররা আসতে শুরু করেছে, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বাণিজ্য।

 

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর  দিয়ে ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল, তবে আজকে থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি শুরু হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

এসএস

Wordbridge School
Link copied!