নড়াইল: নড়াইলে বিশ্ব খাদ্য ও জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবস দুটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল দশটার দিকে প্রথমে বিশ্ব খাদ্য দিবস এবং পরে জাতীয় ইঁদুর নিধন দিবসের সভা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভাদুটিতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আশেক পারভেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. সিদ্দীকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লায়লা আফরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা বি এম জাহিদ শাকিল, সুবির কুমার দেব, রাজু আহমেদ ও চঞ্চল কুমার মল্লিক প্রমুখ।
এসএস