• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

নড়াইলে গয়েশ্বরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ


নড়াইল প্রতিনিধি অক্টোবর ১৬, ২০২৪, ০৭:৫৩ পিএম
নড়াইলে গয়েশ্বরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ

ফাইল ছবি

নড়াইল: নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে  দায়ের করা একটি মানহানির মামলা খারিজ হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দিয়েছেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। পরে তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। ঘটনার দুইদিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে সেই সংবাদ পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন মামলার বাদি আশিক বিল্লাহ ও সাক্ষীরা। এতে তাদের এক কোটি টাকার মানহানি হয়। পরে এ ঘটনায় আশিক বিল্লাহ বাদী হয়ে সে বছর ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মানহানির মামলার আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে নড়াইল সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২০১৬ সালের ২৯ অক্টোবর অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। তবে দীর্ঘদিন ধরে মামলার বাদী আশিক বিল্লাহ আদালতে উপস্থিত না হওয়ায় আজ মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। 

এসএস

Wordbridge School
Link copied!