গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে জাকির হোসেন ছাব্বির (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় তাদের আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাব্বির হোসেন।
ছাব্বির হোসেন টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ওই এলাকা থেকে স্থানীয়রা জাকির ও তার সঙ্গে থাকা ওই যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত দেড়টার দিকে ওই এলাকার লোকজন আহত অবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়। তবে জাকিরের সঙ্গে থাকা অজ্ঞাত যুবককে পরে কেউ হাসপাতালে দেখতে পায়নি। হাসপাতাল থেকে খবর পাঠালে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ওসি কায়সার আহমদ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এসএস