Menu
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ইউ পি চোয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এ এম জাকারিয়া আলমের ছেলে আদিত্য আকমলের নামে দর্শনা থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের হলেও গত ৮ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। থানা পুলিশ বলছে আসামি পলাতক রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সেকেন্দার আলি জানান, উপজেলার দর্শনা পৌরসভার থানা পাড়ার জনৈক ব্যাক্তির একাদশ শ্রেণীর কলেজ পড়ুয়া মেয়ে (১৬) কলেজে যাওয়ার পথে প্রায় সময় আদিত্য আকমল তাকে উত্যাক্ত সহ মোবাইলে ছবি তুলে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার কথা বলে কু প্রস্তাব দিত। পরে মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলে দেয়। মেয়েটির বাবা গত ১০ অক্টোবর দর্শনা থানায় পর্নোগ্রাফি আইনের ২০০৮ এর ১,২,৩ ধরায় মামলা দায়ের করেন।(মামলা নম্বর ৯)।
মেয়েটির বাবা জানান, গত ৮ দিনেও আসামি আটক না হওয়ায় বেশ আতঙ্কে আছি। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে কলেজে বা প্রাইভেট পড়তে যেতে দিতে ভয় পাচ্ছেন তারা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির জানান, মামলা নিয়মিত হওয়ার পর আসামি আটকের জোর প্রচেষ্টা চলছে। ছাড় পাওয়ার সুযোগ নেই।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT