• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি অক্টোবর ২০, ২০২৪, ০৯:৪৮ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেল ৪টায় সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মো. সায়মন (২০) কক্সবাজারের উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, রোববার বিকেলে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকার সায়মনসহ তিন বন্ধু মিলে সাগরে গোসলে নামে। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিল। এক পর্যায়ে সায়মনের সঙ্গে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে তিনি ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসমান গণি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!