কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়া ক্যাম্প ২০ (এক্স) ব্লকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বলেন, সোমবার সকালে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪ এবং বি/৬ এ দুর্বৃত্তরা আক্রমণ চালায়। প্রায় ১৫-২০ জনের অজ্ঞাত সন্ত্রাসী দল ঘরে ঢুকে তিনজনকে গুলি করে। এতে আহাম্মদ হোসেন ও তার ছেলে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় মেয়ে আসমা বেগমকে প্রথমে ক্যাম্পের হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ তে একটি শেড তৈরি করে বসবাস করছিল।
এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস