চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় দুর্বৃত্তের গুলিতে তাহসান (২৭) নামে এক যুবকের নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া মেডিকেল কলেজের অদূরে চান্দগাঁও বানিয়ারা পাড়ায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহত তাহসান চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা, বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট্ট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
সিএমপি চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মো. সবেদ আলী জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’
এসএস