• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

নড়াইলে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৪, ০৮:৫৮ পিএম
নড়াইলে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত

নড়াইল: নড়াইলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার জুড়ুলিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. নূরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভাস চন্দ্র সাহা, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপ পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এ কে এম মামুনূর রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল, মো. মনিরুজ্জামান, মাহমুদ হাসান প্রমুখ।

এসএস

Wordbridge School
Link copied!