Menu
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের মাধ্যমে মাদকসহ তিন কারবারিকে আটক করেছেন নিমগাছী আর্মি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, আর্মি ক্যাম্প কমান্ডার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসির উদ্দীন খাঁন।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার ব্র্যাক বটতলা গ্রামের দুদু মিয়ার ছেলে রায়হান, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামের মৃত গোলাপ মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও মন্টু মিয়া।
সংবাদ সম্মেলনে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গোলাপ মোল্লার পুত্র মন্টু হোসের বাড়ী থেকে তিন কেজি গাঁজা, সাত পিচ ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক সেবনের যন্ত্রপাতি সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে আটককৃত আসামিদের তাড়াশ থানায় প্রেরণ করা হয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT