• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ


সিলেট প্রতিনিধি অক্টোবর ২২, ২০২৪, ০৮:০৪ পিএম
সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

সিলেট: সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোম ও মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, সোমবার ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৭০২ পিস ভারতীয় শাড়ী, এক হাজার ৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থান কাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, দুই হাজার ৪১১ পিস সাবান, একটি টাটা ট্রাক, ১৬ বোতল মদ, চারটি বিয়ার, এক হাজার ১৮৫ কেজি বাংলাদেশি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬২ লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!