সিলেট: সিলেটে পাঁচ হাজার ১২৩ কেজি ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সকালে সিলেট শহরতলীর কাকুয়ারপাড়স্থ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের বেরিবিলের মমিনুল হকের ছেলে সুজন আহমেদ (২০) ও সিলেট সদরের কাঠালপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (৩০)।
জানা যায়, বুধবার সকালে সিলেট শহরতলীর কাকুয়ারপাড়স্থ সিলেট-কোম্পানীগঞ্জগামী রাস্তার উপর চেকপোস্ট বসায় পুলিশ। সেখানে আসা সিলেটগামী একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাকে তল্লাশী করে সেখানে বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তায় ভারতীয় চিনি দেখে পুলিশ। পরে ট্রাকটি থেকে ১০৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানে পাঁচ হাজার ১২৩ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ছয় লাখ ১৪ হাজার ৭৬০ টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর মালামাল ও গাড়িগুলো জব্দ করা হয়েছে।
এসএস