• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় প্রস্তুত সাতক্ষীরা


সাতক্ষীরা প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২৪, ০১:১২ পিএম
ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় প্রস্তুত সাতক্ষীরা

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় সাতক্ষীরায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলে রাখা হয়েছে ৮৮৭টি আশ্রয়কেন্দ্র।  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজের জন্য সিপিপি সদস্যসহ সেচ্ছাসেবী টিম প্রস্তুত রাখা রয়েছে। এছাড়া শিশু খাদ্য, শুকনো খাবার, সুপেয় পানিসহ জরুরি ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে। 

এ দিকে বুধবার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় জেলার সব দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

 

অপরদিকে বৃহস্পতিবার ভোর রাত থেকে মাঝারি ধরনের টানা বৃষ্টিপাত শুরু হয়েছে সাতক্ষীরায়। 

এদিকে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে সাতক্ষীরা উপকূলসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী এলাকায় নদীর পানি বৃদ্ধি পাবে। ডানার গতিপথ ভারতের দিকেই এগুচ্ছে। ঝড়ের তেমন কোনো প্রভাব সাতক্ষীরা অঞ্চলে ফেলবে না বলে ধারণা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।

এসএস

Wordbridge School
Link copied!