Menu
সিলেট: সিলেটে এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধ ও বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, বুধ ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস ভারতীয় শাড়ী, ২৮ পিস সানগ্লাস, দুই হাজার ১৫৯ পিস সাবান, ৩৭৮ পিস এলোভেরা জেল, ১৯১ বোতল ভারতীয় মদ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মহিন্দ্রা ট্রাক্টর একটি, দুটি মোটরসাইকেল, ৪৯৬ কেজি বাংলাদেশি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT