• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


লালমনিরহাট প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২৪, ০২:২৪ পিএম
ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লালমনিরহাট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর লালবাগে নিহত লালমনিরহাটের শিক্ষার্থী শাহিনুর ইসলাম (২১) এর হত্যা মামলায় স্কুল শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা  (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটের বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সাঈদ ওই তিনি ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের ছেলে।  তিনি উপজেলার উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়াও তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। 

শনিবার (২৬ অক্টোবর)  সকালে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, স্থানীয় হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করতেন শিক্ষার্থী শাহিনুর ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে রাজধানীর লালবাগে যায় সে। পরে লালবাগ এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে সে আহত হয়। তার বাম বুকে গুলি লাগলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লালবাগ থানায় শাহিনুর ইসলামের বড় ভাই মাজেদুল ইসলাম বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

এসএস

Wordbridge School
Link copied!