• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নরসিংদীতে ট্রাক চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত


নরসিংদী প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২৪, ০২:৪৮ পিএম
নরসিংদীতে ট্রাক চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদী : নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিন দুপুরে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি আফজাল বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলা মোড় থেকে মনোহরদী যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও এক নারী যাত্রীসহ ছয় জনের মৃত্যু হয়।

খবর পেয়ে চাপাপড়া অটোরিকশাটি থেকে যাত্রীদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি আফজাল।

এমটিআই

Wordbridge School
Link copied!