Menu
লালমনিরহাট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ উল্লেখ্য করে ফেসবুকে পোস্ট দেওয়া লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুল রউফ সরকার এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাশ্বির হোসেন এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অধ্যক্ষ আবদুর রউফ সরকার তার ফেসবুক আইডিতে বৈষম্যবিরোধী ছাত্রদের আক্রমণাত্মক ভাষায় ‘প্রতিবন্ধী প্রজন্ম’ উল্লেখ করে একটি পোস্ট দেন। যা মুহুর্তেই ভাইরাল হয় এবং পুরো জেলা জুড়ে আলোচনা সমালোচনার জন্ম নেয়।
পরে গত রোববার (২০ অক্টোবর) উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর এই বিষয়ে কলেজের অধ্যক্ষ আবদুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অনশন থেকে সরে আসেন প্রভাষক তাবাসসুম রায়হান। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় মামলা করার জন্য একটি চিঠি দেয়া হয়।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত কবির বলেন, শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু অভিযোগটিতে ডিজিটাল কনটেন্ট রয়েছে, সেহেতু অভিযোগটিকে নিয়মিত মামলা হিসেবে রংপুর সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবাশ্বির হোসেন বলেন, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্দেশনা পেয়ে থানায় এ অভিযোগ দায়ের করেছি।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT