• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিলেটে প্রায় ৮৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ


সিলেট প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২৪, ০৭:৫৪ পিএম
সিলেটে প্রায় ৮৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেট: সিলেটে প্রায় ৮৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার (২৬ অক্টোবর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ৭ টি কম্বল, ২০ বোতল মদ, এক হাজার ৯৬০ কেজি বাংলাদেশি রসুন, ১ টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!