• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

কাঁঠালিয়ায় মসজিদের বেদখলীয় জমি উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৪, ০৫:২০ পিএম
কাঁঠালিয়ায় মসজিদের বেদখলীয় জমি উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বান্দাঘাটা হাফিজিয়া মাদ্রাসায় দানকৃত বেদখলীয় জমি উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লীরা। রোববার (২৭ অক্টোবর) দুপুরে মসজিদের সামনে তারা এ মানববন্ধন পালন করেন।

এসময় বক্তব্য রাখেন মসজিদের মুসল্লী মো. ফোরকান হাওলাদার, আবুল কালাম, আবু সালাম, ও মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফা প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছরের অধিক সময় ধরে মসজিদের নামে দানকৃত জমি প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মসজিদের নামে লাখ লাখ টাকার সম্পত্তি থাকলেও মসজিদের ইমামের ১৬ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। অর্থের অভাবে মোয়াজ্জিন নিয়োগ দেওয়া যাচ্ছে না। তাই মুসল্লীরা একত্রিত হয়ে মসজিদের বেদখলীয় সম্পত্তি উদ্ধারের দাবিতে এই মানববন্ধন করছেন।

বক্তারা আরো বলেন, মসজিদের জমি দখল করে আছেন স্থানীয় আবু হানিফ, বশির আহম্মেদ, মো. ইউসুফ আকন, হাফেজ আব্বাস আলী বাবুল ও আব্দুল রাজ্জাক আকন নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। যাতে দ্রুত সময়ের মধ্যে মসজিদের সম্পত্তি দখলমুক্ত হয় এবং মসজিদটি সুন্দরভাবে চলতে পারে তার দাবি জানান।

এ বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। 

এসআই

Wordbridge School
Link copied!