কুমিল্লা: ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর যুবদল। সকালে নগরীর কান্দিরপাড় দলীয় কাযালয়ের সামনে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক হাসান মজুমদার সহ অন্যরা।
অনুষ্ঠানে দিনব্যাপী অসহায় ও পথচারীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ প্রদান করা হয়।
এআর