পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে চুরি হয়ে যাওয়ার ছয় ঘন্টার মধ্যে স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই চোরকে আটক করা হয়েছে। আসামীদের রোববার (২৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর নির্দেশনায় ও কাউখালী থানার অফিসার ইন চার্জ মোঃ সোলায়মানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই রিপন বিশ্বাস। আটক মাহফুজ খান (২৩) কাউখালী উপজেলার দাশেরকাঠি এলাকার আজিজ খানের ছেলে ও রাকিব (২০) একই এলাকার খায়রুল ইসলামের ছেলে।
জানা গেছে, ওই এলাকার মিজানুর রহমান সরদারের বাসা থেকে আলমারির মধ্যে রাখা দোকানের ক্যাশের নগদ টাকা, আলমারির ড্রয়ারে থাকা স্বর্ণের ১ টি রুলি, ১ টি চেইন, ১ টি আংটি ও কানের দুল ২ জোড়া। এছাড়াও রূপার চেইন ১ টি, নুপুর ২ জোড়া ও চুড়ি ১ জোড়াসহ প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার স্বর্ণ ও রূপার অলংকার চুরি হয়। এতে কাউখালী থানায় বাদী হয়ে অভিযোগ করেন মিজানুর রহমান।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাত ১১ টার দিকে আসামীরা আটক হয়। চুরি হয়ে যাওয়া কিছু স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকী মালামাল উদ্ধার করা হবে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এসআই