• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শ্রীপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৩৯ পিএম
শ্রীপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর বাড়িতে ঢুকে স্মৃতি রাণী পাল (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার মৃত গোপাল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি রাণী পাল ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সোমবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে স্মৃতি রাণীর সাথে তার বাবার সবশেষ কথা হয়। সে সময়ে স্মৃতি রাণী স্বাভাবিক ভাবে পারিবারিক কথা বলেছেন এবং তার স্বামী ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে তাকে জানান। পরে ১০ টার দিকে স্মৃতি রাণীর স্বামী স্মৃতির বাবা সুনীল পালকে 
স্মৃতির কিছু একটা হয়েছে বলে হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালে গিয়ে স্মৃতি রাণীর মৃত্যুর খবর পায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ধারালো নতুন দা, এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্মৃতি রানী পালের স্বামীসহ দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এসএস

Wordbridge School
Link copied!