• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, স্থানীয়দের যানবাহন ভাংচুর


রাজশাহী ব্যুরো অক্টোবর ২৯, ২০২৪, ০৫:১৪ পিএম
বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, স্থানীয়দের যানবাহন ভাংচুর

রাজশাহী: রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার যুঁথি রাজশাহী মেহেরচী এলাকার বাসিন্দা হাসান মোল্লার মেয়ে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়ে। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তিনি আরও জানান, এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এসএস

Wordbridge School
Link copied!