• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপি-আ.লীগের দুই নেতার বিরুদ্ধে ‘মিলেমিশে’ বসতভিটা দখলের অভিযোগ


রংপুর প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২৪, ০৯:০৯ পিএম
বিএনপি-আ.লীগের দুই নেতার বিরুদ্ধে ‘মিলেমিশে’ বসতভিটা দখলের অভিযোগ

রংপুর: আদালতের নির্দেশনা সত্ত্বেও দলীয় প্রভাব খাটিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাওছার জামান বাবলা ও তার শ্বশুর ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের বিরুদ্ধে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন নগরীর মাহিগঞ্জ এলাকার মানিক অধিকারীর স্ত্রী শিখা রানী অধিকারী।

এসময় লিখিত অভিযোগে তিনি জানান, ‘তার শ্বশুর ডা. মধুসূদন অধিকারী ও চাচা শ্বশুর মহেন্দ্র নাথ অধিকারী যৌথ ভাবে ৩৬ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করে বিগত ৫২ বছর ধরে বসবাস করছেন। কিন্তু পারিবারিকভাবে না জানিয়েই মহেন্দ্র নাথ নিজের ভাগের ১৮ শতক জমি গত বছরের ২৮ সেপ্টেম্বর বিএনপি নেতা কাওছার জামান বাবলার কাছে গোপনে বিক্রি করে দেন। পরবর্তীতে বিষয়টি অবহিত হয়ে কোর্টে ২২ লাখ ৪৩ হাজার টাকা এবং ৫ ভাগ ট্যাক্স দাখিল করে প্রিভেনশন মামলা করেন অভিযোগকারী। আদালত শুনানী শেষে ওই জমির ওপর যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য আদেশ দেয়। 

রিনা অধিকারী বলেন, বিগত সরকারের আমলে বাবলা তার শ্বশুর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনকে দিয়ে আমাদের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেছিলেন।  আর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানের পর বাবলা তার বাহিনী দিয়ে আমাদের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। আমার স্বামীকে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের মামলায় আসামি করছে। এখন পর্যন্ত এ ধরণের ৩ টি মামলা করেছে।’

শিখা রানির অভিযোগ, বাবলা বিএনপি দলের প্রভাব খাটিয়ে তার পরিবারকে দেশ থেকে তাড়িয়ে দেয়ার পাঁয়তারা করছে। এ ব্যপারে সরকারের কাছে পদক্ষেপ দাবি করেন তিনি।

এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা বাবলা বলেন, প্রিভেনশন মামলার রায়ের পর তারা ওই জমি নিজের বলে দাবি করতে পারেন। বিএনপি নয় নিজের ‘ব্যক্তিগত ক্ষমতা’ ও তাদের সাথে দেখাননি বলেও দাবি করেন তিনি।

এসএস

Wordbridge School
Link copied!