• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

টাকা তুলতে না পেরে সিলেটে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা


সিলেট প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০৪:০২ পিএম
টাকা তুলতে না পেরে সিলেটে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা

সিলেট: সিলেটে টাকা তুলতে না পেরে ক্ষুদ্ধ হয়ে ন্যাশনাল ব্যাংকের গেটে তালা দিয়েছেন গ্রাহকেরা।  বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ শাখায় প্রায় অর্ধশতাধিক গ্রাহক ব্যাংকে গিয়ে একাউন্ট থেকে নিজেদের চাহিদামতো টাকা তুলতে না পেরে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের সাথে বাক-বিতন্ডা শুরু করেন।

এদিকে সকাল ১১টা থেকে ব্যাংকের সামনে টাকার জন্য অপেক্ষা করতে দেখা যায় গ্রাহকদের। চাহিদামতো টাকা না পেয়ে অনেকেই ফিরে যান। একপর্যায়ে গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন।

গ্রাহকরা জানান, আমরা ব্যাংকে টাকা রেখেছি প্রয়োজনে ব্যবহার করবো বলে। কিন্তু চাহিদামতো টাকা তুলতে পারছিনা। প্রবাস থেকে আমাদের অনেক আত্মীয়-স্বজন টাকা পাঠাচ্ছেন তারা টাকা গ্রহণ করলেও আমরা গ্রাহকেরা নিতে এসে টাকা পাচ্ছি না।

ফয়জুল কয়েস নামের এক গ্রাহক বলেন, আমার এক আত্মীয় ইউকে থেকে টাকা পাঠিয়েছেন কিছু লোককে টাকা দেয়ার জন্য। কিন্তু এখন ব্যাংকে এসে টাকা পাচ্ছি না। কিন্তু এটা তো তারা বুঝবে না। যারা পাওনাদার রয়েছেন তারা তো বলবেন আমরা টাকা মেরে নিচ্ছি।

এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক শাখার ম্যানেজার সাব্বির হাসান জানান, চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছি না। এটা কেন্দ্রীয় সমস্যা। আমরা চেষ্টা করছি গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য।

এসএস

Wordbridge School
Link copied!