• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

পরিচয় মিলেছে নড়াইলে গণপিটুনিতে নিহত তিনজনের


নড়াইল প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০৫:২২ পিএম
পরিচয় মিলেছে নড়াইলে গণপিটুনিতে নিহত তিনজনের

নড়াইল: নড়াইলে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার তুলারামপুরে তাদের গণপিটুনি দিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে বুধবার সকাল ৯ টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের হাফিজুর মোল্যার ছেলে জান্নাতুল মোল্যা, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আওলাদীপুর এলাকার বেলাল উদ্দীন মোল্যার ছেলে নূরন্নবী মোল্যা ও মাইজপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে দুলাল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে তুলারামপুর এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিনজন গরু চুরি করতে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকারে গ্রামবাসী চোরদের ধাওয়া করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়েছ। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এসএস

Wordbridge School
Link copied!