• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সমবায় দিবস পালনের নামে সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ


পিরোজপুর প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০৭:২৫ পিএম
সমবায় দিবস পালনের নামে সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে সমবায় দিবসের নাম করে সমবায় সমিতি থেকে ব্যাপকহারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিটি সমবায় সমিতি থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে উপজেলা সমবায় অফিস। পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরী নামে জনৈক এক লোকের মারফত ওই চাঁদা উঠানো হচ্ছে। আবার কোন কোন সমবায় সমিতি থেকে খোদ উপজেলা সমবায় কর্মকর্তা নিজে গিয়ে চাঁদা এনেছেন। আর এ কাজে তাকে সাহায্য করছেন, উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক পিন্টু। তবে, অফিস সহায়ক পিন্টু বলেছেন, আমি শুধুমাত্র সমবায় সমিতিতে সমবায় দিবসের দাওয়াত কার্ড দিয়ে এসেছি। কোন টাকা নেইনি।

আতা বহুমুখী সমবায় সমিতির মালিক উত্তম মিস্ত্রী বলেন, প্রতি বছর সমবায় দিবস পালনে আমি সমবায় অফিসে অনুষ্ঠান পালনে পাঁচ হাজার টাকা দেই। এ বছর আগামী ২ নভেম্বর শনিবার সমবায় দিবস পালনের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি। তবে আমি অফিসে এসে টাকা দেইনি। উপজেলার পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরীর কাছে টাকা দিয়ে আসছি। এর পূর্বে বিগত বছরে দিবস পালনের জন্য অফিসের অফিস সহায়ক পিন্টু এসে টাকা নিত।

উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের ঘাসফুল ক্ষুদ্র সঞ্চয় ঋনদান সমবায় সমিতির মালিক বিধান রায় অভিযোগ করেন, সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি নিজে গিয়ে আমার অফিস থেকে পাঁচ হাজার টাকা চাঁদা এনেছেন। চাঁদা না দিলে তারা আবার অডিটে গিয়ে আইনের মারপ্যাচ দেখান। তাই ঝামেলা না করে চাঁদা দিয়ে দেই।

নিউ ন্যাশনাল সমবায় সমিতির মালিক মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, প্রতি বছর সমবায় দিবসে আমরা সব সমবায় সমিতিগুলো অফিসে একটা টাকা দিয়ে থাকি। এ বছরও আমার কাছ থেকে দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। চাঁদা না দিলে আবার অডিটে নানা ত্রুটি ধরা হয়।

সেবক হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি নামে অপর একটি সমিতির মালিক কৃষ্ণ কান্ত দাস বলেন, সমবায় দিবস আসলে আমরা সবাই অফিসে একটা খরচ দিয়ে আসি। পপুলার সমিতির মালিক মো: ফরিদ চৌধুরী সবার কাছ থেকে চাঁদা তুলে অফিসে দিয়ে আসেন। আমাকে দুই হাজার টাকা চাঁদা দিতে হবে।

পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরী বলেন, সমবায় দিবসে অনুষ্ঠান সফল করার জন্য আমাদের একটা চাঁদা দিতে হয়। আমি সমবায় অফিসে পাঁচ হাজার টাকা দিয়েছি। মূলত সমবায় দিবস আসলে আমরা সবাই বৈঠক করে অফিসে অনুষ্ঠানের জন্য একটা খরচ দিয়ে আসি।

উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকি জানান, উপজেলায় মোট ২৬৪ টি সমবায় সমিতি রয়েছে। আগামী তিন মাসের মধ্য আরও কিছু সমিতি বাদ দেয়া হবে। সমবায় দিবস পালনের জন্য সরকারি ভাবে বিশ হাজার টাকা বরাদ্দ এসেছে। তার থেকে ভ্যাট আইটি বাদ যাবে। দিবস পালনের জন্য মূলত অনেক খরচ হয়। সব সমবায় সমিতির মালিকেরা অনুষ্ঠানের দিন একটু মোরগ পোলাও খাবে বলে তারা দাবি জানিয়েছে। তার প্রেক্ষিতে সাধ্যনুযায়ী যে যা পারছে দিচ্ছে। এখানো জোড় জবরদস্তি কিছু চাওয়া হয়নি।

এসএস

Wordbridge School
Link copied!