• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সিলেটে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার


সিলেট প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০৭:৪৮ পিএম
সিলেটে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেট: সিলেটের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। বুধবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

র‍্যাব-৯ জানায়, সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম আসামি রফিক আলী। ৫ আগস্ট নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার উপর আক্রমণ ও গুলিবর্ষণ করেন। একপর্যায়ে কলেজছাত্র পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন। ৫ আগস্টের পরে নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!