কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে ও আওয়ামী লীগের সমর্থক।
স্থানীয়রা জানান, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা পান করছিলেন ৮-১০ জন। এসময় পেছন থেকে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ কয়েক জনের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। আহত হন আরও পাঁচজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত নজরুল ও হামিদ ইসলামের ভাতিজা সুজন ইসলাম বলেন, যারা এ হামলা করেছে তাদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ ছিল। আমরা আওয়ামী লীগ সমর্থন করি। প্রতিপক্ষের লোকজন বিএনপির সমর্থক। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিক্ষরা দুজনককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আইএ
আপনার মতামত লিখুন :