• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আপত্তিকর ছবি ভাইরাল, আটক হলেন সেই ছাত্রলীগ নেতা


ফেনী প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ১২:৩৭ পিএম
আপত্তিকর ছবি ভাইরাল, আটক হলেন সেই ছাত্রলীগ নেতা

ফেনী: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণীর সাথে ‘আপত্তিকর’ ছবি ভাইরাল হওয়ার পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ফেনীর পরশুরাম থানা পুলিশ। 

বুধবার (৩০ অক্টোবর) রাতে পরশুরাম বাজারের উপজেলা সড়কের সামনে থেকে আশীষ চক্রবর্তী নামের ওই নেতাকে আটক করা হয়।

আটককৃত আশীষ পরশুরাম পৌরসভার অনন্তপুর গ্রামের হিমল চক্রবর্তীর ছেলে। তিনি পরশুরাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আশীষ চক্রবর্তী আত্মগোপনে চলে যায়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এর আগে গত ২ জুন আশীষ চক্রবর্তী নামে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘ভালোই চলতেছে’ লিখে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি পোস্ট করা হয়। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। পরে এই ছাত্রলীগ নেতা নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় ৫ জুন তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আটক আশীষকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!