খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ির দীঘিনালা, রামগড়সহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে খাগড়াছড়ি জেলা সদরে স্বল্প পরিসরে ব্যাটারিচালিত টমটম চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে গণপরিবহনের সংখ্যা বাড়ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। দুই একটি জায়গায় পিকেটিং চলছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এখন পর্যন্ত বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা নেই। অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) সকালে খাগড়াছড়ির পানছড়ির শান্তিরঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা। হত্যার প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে।
এসএস