• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের গুলি, নিজ ঘরে প্রতিবন্ধী নারীর মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০২:২৫ পিএম
আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের গুলি, নিজ ঘরে প্রতিবন্ধী নারীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে নিজ ঘরে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কালামারছড়া ইউনিয়েনের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফরিদা ইয়াসমিন কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ এলাকা দখল নিতে গভীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ফরিদা ইয়াসমিন নিজ ঘরে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন, আওয়ামী সন্ত্রাসী তারেক বাহিনীর নির্দেশে এলাকা দখল নিতে রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক গুলি চালায়। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নিহতের ভাতিজা সৈয়দ মোঃ নিশান বলেন, তারেক বাহিনীর সাথে তাদের রাজনৈতিক ও পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে কোন্দল রয়েছে। কয়েকদিন আগেও তার উপর হামলা করে এই বাহিনীর লোকজন। সর্বশেষ গতরাতে তার চাচাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তার ফুফা চিৎকার করলে তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় জড়িত সকলের ফাঁসি চান তিনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সংগ্রহ করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসএস

Wordbridge School
Link copied!