• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু


চাঁদপুর প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০৫:২৩ পিএম
পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে।  তারা স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

তাদের স্বজনরা জানান, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে তাদের বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ খেলার ছলে জমজ দুই ভাই পুকুরে পড়ে যায়। ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিল তাদের মা। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোজাম্মেল জানান, জমজ দুই শিশু হাসপাতলে আনার অনেক আগেই মারা গেছে। 

এসএস

Wordbridge School
Link copied!