• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুকুরে ভাসছিলো অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০৫:৩১ পিএম
পুকুরে ভাসছিলো অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাতপরিচয় এক নারীসহ বছর ৪ বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাঁধা এলাকায় একটি পুকুর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি পুকুরে এক নারী ও এক শিশুর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন। 

কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহিদুল ইসলাম জানান, কলা বাঁধা এলাকায় একটি পুকুরে অজ্ঞাতপরিচয় নারীসহ শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।  অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩৬ এবং ছেলে শিশুটির আনুমানিক বয়স ৩ বছর হবে। তবে পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!