• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গায় থানা থেকে মহিলা আসামি পলাতক


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি অক্টোবর ৩১, ২০২৪, ০৬:৫১ পিএম
চুয়াডাঙ্গায় থানা থেকে মহিলা আসামি পলাতক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারী আসামি পালিয়ে গেছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটেছে। মনোয়ারা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে। 

জানা যায়, বুধবার সকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আসামি মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে বিজিবি সদস্যরা আটক করেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেন।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

তিনি আরও বলেন, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এসময় ডিউটিরত অফিসার চা পান করতে যায়। থানার গেটেও তখন কেউ ছিলেন না। পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। 

এসএস

Wordbridge School
Link copied!