• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইস্কাপসহ মাদক কারবারি আটক


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ১, ২০২৪, ১২:৫১ এএম
ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইস্কাপসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৭ বোতল ফেন্সিডিল ও ইস্কাপসহ আবু সামা (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত এগারোটার দিকে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত আবু সামা ওই গ্রামের মোল্লার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে একটি বিশেষ দল ধনিরাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিকে আবু সামার বাড়িতে অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেন্সিডিল ও ১০১ বোতল ইস্কাপ নামে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করে। একই সাথে আটক করা হয় মাদক কারবারি আবু সামাকে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী থানা এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার লক্ষে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আবু সামাকে তার বাড়ি থেকে ফেন্সিডিল ও ইস্কাপসহ আটক করা হয়।

আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এসএস

Wordbridge School
Link copied!