• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বিএনপি নেতাকে কুপিয়ে আহত, যুবলীগকর্মী আটক 


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি নভেম্বর ২, ২০২৪, ০৫:৪৮ পিএম
বিএনপি নেতাকে কুপিয়ে আহত, যুবলীগকর্মী আটক 

বিএনপি নেতা ফরমান আলী ও আটক যুবলীগ কর্মী রাশেদ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রকাশ্যে দিনে দুপুরে পৌর বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করেছেন পৌর যুবলীগ কর্মী। শনিবার (২ নভেম্বর) দুপুর ১টায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে দর্শনা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ ফরমান আলি বাজারের জনতা ব্যাংকের সামনে বসে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের মোঃ সানিরুল ইসলামের ছেলে পৌর যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদ প্রকাশ্যে ফরমান আলীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। এরপর যুবলীগ কর্মী রাশেদ আহমেদ বিএনপি নেতা ফরমান আলীর সুপার ইট ভাটায় গিয়ে ভাটা ম্যানেজার আহসান আলিকে মারপিট করে ও অফিসের চেয়ার, অফিস ভাংচুর করে চলে যায়। পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় শোলমারি মাঠ থেকে যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদকে ধরে গণধোলাই দিয়ে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, আটককৃত রাশেদকে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, গত দু সপ্তাহ আগে একই ব্যাক্তি একই গ্রামের সাবেক কাউন্সিলর মোঃ আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ঘটনায় মামলা হয়েছিল দর্শনা থানায়। 

এসএস

Wordbridge School
Link copied!